ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম হায়দার পাটোয়ারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার বলেন, “অনেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। যদিও বিষয়টি স্তিমিত হয়ে গেছে। এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এখনও সেই ফাঁদে পা দেয়নি।”

তিনি আরও বলেন, “যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও কোনো নিষেধাজ্ঞা থাকে, তবে নির্বাচনী রাজনীতিতে তিন প্রধান শক্তির মধ্যে আসন ভাগাভাগি জটিল হয়ে উঠবে। তখন বিএনপি ২০০ আসন পেলেও, বাকি দলগুলো ৫০-৫০ করে দাবি তুলবে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে।”

রাজনীতিতে ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “জিয়াউর রহমানের সময় যেমন ২১ আগস্টের পর দুই বছরের কুলিং পিরিয়ড ছিল। তখন আওয়ামী লীগ সঙ্গে সঙ্গে বিএনপিকে টার্গেট করেনি, বরং পরে করেছে। এই কুলিং পয়েন্টটাই এখন বাংলাদেশে খুব দরকার।”

জনপ্রিয় সংবাদ

প্রবাসী পেশাজীবীদের জন্য বড় সুখবর, হাজারো দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দেবে দুবাই

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম হায়দার পাটোয়ারী

আপডেট সময় ০১:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার বলেন, “অনেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। যদিও বিষয়টি স্তিমিত হয়ে গেছে। এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এখনও সেই ফাঁদে পা দেয়নি।”

তিনি আরও বলেন, “যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও কোনো নিষেধাজ্ঞা থাকে, তবে নির্বাচনী রাজনীতিতে তিন প্রধান শক্তির মধ্যে আসন ভাগাভাগি জটিল হয়ে উঠবে। তখন বিএনপি ২০০ আসন পেলেও, বাকি দলগুলো ৫০-৫০ করে দাবি তুলবে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে।”

রাজনীতিতে ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “জিয়াউর রহমানের সময় যেমন ২১ আগস্টের পর দুই বছরের কুলিং পিরিয়ড ছিল। তখন আওয়ামী লীগ সঙ্গে সঙ্গে বিএনপিকে টার্গেট করেনি, বরং পরে করেছে। এই কুলিং পয়েন্টটাই এখন বাংলাদেশে খুব দরকার।”