আফগানিস্তান আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, এই কম্পন মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর আগের চারদিনের ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কমপক্ষে ২ হাজার ২০০ মানুষ নিহত ও ৩ হাজার ৬০০ জন আহত হন। ওই ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়ে, হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হন।
বৃহস্পতিবার রাতের নতুন কম্পন এতটাই তীব্র ছিল যে এটি ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মিরসহ আশপাশের অঞ্চলেও অনুভূত হয়েছে। ভারতের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে গেছেন, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
নতুন ভূমিকম্পে আফগানিস্তানে ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।