ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য এনসিপি নেতা আখতার হোসেনের দোয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য দোয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দোয়া ও সমর্থনের বার্তা দেন।

আখতার হোসেন লিখেছেন, ২০২২ সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার পর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে গেলে পুলিশ তাকে ও আব্দুল কাদেরকে গ্রেফতার করে। তখন জেলখানায় কাদের ছিলেন অটল ও সাহসী। বয়সে ছোট হয়েও তিনি সঙ্গীদের সাহস জুগিয়েছেন।

তিনি স্মৃতিচারণ করে লিখেছেন, “কঠিন সময়ে কাদের আমাকে বলেছিল— একদিন এসব জুলুম শেষ হবে, আমরাই হাসিনার পতন ঘটাবো। সেই স্বপ্নই তাকে সামনে এগিয়ে নিয়েছে।”

কাদেরের নেতৃত্বগুণের কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, “অভ্যুত্থানের সময় আট দফা আন্দোলন যখন দুর্বল হয়ে পড়েছিল, তখনই কাদের সাহস করে নয় দফা ঘোষণা দিয়েছিল। সেই নয় দফাই পরবর্তীতে আমাদের এক দফার আন্দোলনের পথ খুলে দেয়।”

আখতার আরও লেখেন, ৫ আগস্টের বিজয়ের পর কাদের ক্যাম্পাসকে আরও আপন করে নিয়েছে। তার ছাত্রজীবনের অভিজ্ঞতা টেনে এনে তিনি বলেন, “আমিও সমাজসেবা সম্পাদক থাকাকালে বড় কিছু করার সুযোগ পাইনি, তবে ছোট ছোট কাজে যুক্ত ছিলাম। কাদের ভিপি হিসেবে এখন বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।”

তিনি ব্যক্তিগত অনুভূতিও প্রকাশ করেন: “২০১৯ সালের পর ছাত্রাবস্থায় আরেকবার ডাকসুতে ভিপি হওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু ২০২৫ সালে ডাকসু হচ্ছে, আমি আর ক্যাম্পাসে নেই। তবে কাদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে— তার জন্য অনেক দোয়া। ফি আমানিল্লাহ।”

জনপ্রিয় সংবাদ

ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য এনসিপি নেতা আখতার হোসেনের দোয়া

আপডেট সময় ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য দোয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দোয়া ও সমর্থনের বার্তা দেন।

আখতার হোসেন লিখেছেন, ২০২২ সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার পর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে গেলে পুলিশ তাকে ও আব্দুল কাদেরকে গ্রেফতার করে। তখন জেলখানায় কাদের ছিলেন অটল ও সাহসী। বয়সে ছোট হয়েও তিনি সঙ্গীদের সাহস জুগিয়েছেন।

তিনি স্মৃতিচারণ করে লিখেছেন, “কঠিন সময়ে কাদের আমাকে বলেছিল— একদিন এসব জুলুম শেষ হবে, আমরাই হাসিনার পতন ঘটাবো। সেই স্বপ্নই তাকে সামনে এগিয়ে নিয়েছে।”

কাদেরের নেতৃত্বগুণের কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, “অভ্যুত্থানের সময় আট দফা আন্দোলন যখন দুর্বল হয়ে পড়েছিল, তখনই কাদের সাহস করে নয় দফা ঘোষণা দিয়েছিল। সেই নয় দফাই পরবর্তীতে আমাদের এক দফার আন্দোলনের পথ খুলে দেয়।”

আখতার আরও লেখেন, ৫ আগস্টের বিজয়ের পর কাদের ক্যাম্পাসকে আরও আপন করে নিয়েছে। তার ছাত্রজীবনের অভিজ্ঞতা টেনে এনে তিনি বলেন, “আমিও সমাজসেবা সম্পাদক থাকাকালে বড় কিছু করার সুযোগ পাইনি, তবে ছোট ছোট কাজে যুক্ত ছিলাম। কাদের ভিপি হিসেবে এখন বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।”

তিনি ব্যক্তিগত অনুভূতিও প্রকাশ করেন: “২০১৯ সালের পর ছাত্রাবস্থায় আরেকবার ডাকসুতে ভিপি হওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু ২০২৫ সালে ডাকসু হচ্ছে, আমি আর ক্যাম্পাসে নেই। তবে কাদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে— তার জন্য অনেক দোয়া। ফি আমানিল্লাহ।”