ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে ক্লাসে প্রচারণা অভিযোগে জড়ালেন এস এম ফরহাদ, শিক্ষার্থীরা দাবি ভিন্ন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রশিবির সমর্থিত ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের কাছে ভোট চান।

তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এবং প্রার্থী ফরহাদ নিজে অভিযোগ অস্বীকার করেছেন। উপস্থিত শিক্ষার্থীরা জানান, ফরহাদ ক্লাস চলার সময় প্রবেশ করেননি, বরং ক্লাস শুরুর আগে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সালাম দিয়ে চলে যান। ক্লাসে থাকা শিক্ষার্থী শাহরিয়ার সুপ্ত বলেন, ফরহাদ ক্লাসে প্রচারণা করেননি এবং স্লাইডটি আগের ক্লাসের ছিল। অন্য শিক্ষার্থী সাজিদ জিসানও নিশ্চিত করেছেন, ফরহাদ শুধুমাত্র সালাম দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যান এবং ভোট চাওয়ার কোনো ঘটনা ঘটেনি।

সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক রনি মৃধা বলেন, ক্লাস শুরুর সময় তিনি প্রবেশ করলে ফরহাদ শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে বেরিয়ে যান। তিনি উল্লেখ করেন, ক্লাস শিডিউল ও স্লাইড প্রস্তুতি চলছিল, ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এস এম ফরহাদ বলেন, ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে সালাম বিনিময় করেছেন, কোনো লিফলেট বিতরণ বা ভোট চাওয়া হয়নি। তিনি অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুল তথ্য দাবি করেছেন।

ডাকসু আচরণবিধির ৬(চ) ধারায় বলা হয়েছে, শ্রেণিকক্ষ, পাঠকক্ষ বা পরীক্ষার হলে নির্বাচনি প্রচারণা ও সভা-সমাবেশ করা যাবে না। টাস্কফোর্সের আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, অভিযোগ প্রাপ্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে ক্লাসে প্রচারণা অভিযোগে জড়ালেন এস এম ফরহাদ, শিক্ষার্থীরা দাবি ভিন্ন

আপডেট সময় ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রশিবির সমর্থিত ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের কাছে ভোট চান।

তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এবং প্রার্থী ফরহাদ নিজে অভিযোগ অস্বীকার করেছেন। উপস্থিত শিক্ষার্থীরা জানান, ফরহাদ ক্লাস চলার সময় প্রবেশ করেননি, বরং ক্লাস শুরুর আগে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সালাম দিয়ে চলে যান। ক্লাসে থাকা শিক্ষার্থী শাহরিয়ার সুপ্ত বলেন, ফরহাদ ক্লাসে প্রচারণা করেননি এবং স্লাইডটি আগের ক্লাসের ছিল। অন্য শিক্ষার্থী সাজিদ জিসানও নিশ্চিত করেছেন, ফরহাদ শুধুমাত্র সালাম দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যান এবং ভোট চাওয়ার কোনো ঘটনা ঘটেনি।

সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক রনি মৃধা বলেন, ক্লাস শুরুর সময় তিনি প্রবেশ করলে ফরহাদ শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে বেরিয়ে যান। তিনি উল্লেখ করেন, ক্লাস শিডিউল ও স্লাইড প্রস্তুতি চলছিল, ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এস এম ফরহাদ বলেন, ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে সালাম বিনিময় করেছেন, কোনো লিফলেট বিতরণ বা ভোট চাওয়া হয়নি। তিনি অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুল তথ্য দাবি করেছেন।

ডাকসু আচরণবিধির ৬(চ) ধারায় বলা হয়েছে, শ্রেণিকক্ষ, পাঠকক্ষ বা পরীক্ষার হলে নির্বাচনি প্রচারণা ও সভা-সমাবেশ করা যাবে না। টাস্কফোর্সের আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, অভিযোগ প্রাপ্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।