কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে শুরু করে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল।
কিন্তু এবার সরাসরি বিএনপির ব্যানারে মঞ্চ মাতানোয় নেটিজেন ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
আরও রসদ যোগ করলেন আরেক তারকা নায়িকা পরীমণি। তিনি নিজের ফেসবুকে লেখেন—
“আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।”
যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিশ্চিত—স্ট্যাটাসটি সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করে লেখা।
এই মন্তব্য ঘিরে শোবিজ দুনিয়া ও রাজনৈতিক অঙ্গন উভয় জায়গায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে অনেকে বলছেন, শিল্পীরা চাইলে যে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে যেতে পারেন, অন্যদিকে কেউ কেউ একে “রাজনৈতিক সুবিধাবাদ” বলে সমালোচনা করছেন।