ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পল্টনে জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর পল্টনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা যখন নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন, তখনই হঠাৎ জাপা অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতে বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে ধীরে ধীরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একইভাবে অজ্ঞাত একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

পল্টনে জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০৮:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর পল্টনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা যখন নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন, তখনই হঠাৎ জাপা অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতে বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে ধীরে ধীরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একইভাবে অজ্ঞাত একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।