বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দাবি করেছেন, দেশে দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে, বিপরীতে আরেকটি দলের জনপ্রিয়তা কমছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামি দলগুলো ও “জুলাই চেতনা” ধারণকারী সমমনা শক্তিকে নিয়ে একটি বৃহৎ জোট গঠনের উদ্যোগ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্রের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের অভিযোগ করে বলেন, “ওই দলটি গত কয়েকদিন আগেও হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর ও লুটপাট করেছে। জনগণ কোনো চাঁদাবাজ ফ্যাসিবাদকে আর চায় না।”
তিনি আরও বলেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। “যে নির্বাচন ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয় বয়ে আনবে। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য সন্ত্রাস ও দখলদারমুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”
ডা. তাহের প্রত্যেক ভোটারের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের আহ্বান পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা আবুল কালাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান ও বাতিসা ইউনিয়ন নির্বাচনের অঞ্চল পরিচালক মজিবুর রহমান ভুঁইয়া।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, মাস্টার কামাল উদ্দিন, আবদুল কাইয়ুম মানিক, এম ইউসুফ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন মিন্টু ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহসিন মজুমদার।