ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা আমাদের পার্টি অফিসে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।”

তিনি অভিযোগ করেন, হামলার মতো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শামীর হায়দার আরও বলেন, “যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়, তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন। আরপিও আইন অনুযায়ী এসব সংগঠনকে নিষিদ্ধের বিধান রয়েছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি— ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করতে হবে।”

উল্লেখ্য, সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অগ্নিসংযোগেরও অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

আপডেট সময় ০৯:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা আমাদের পার্টি অফিসে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।”

তিনি অভিযোগ করেন, হামলার মতো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শামীর হায়দার আরও বলেন, “যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়, তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন। আরপিও আইন অনুযায়ী এসব সংগঠনকে নিষিদ্ধের বিধান রয়েছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি— ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করতে হবে।”

উল্লেখ্য, সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অগ্নিসংযোগেরও অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে।