ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন নিয়ে ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহাসহ কয়েকজন নেতা-কর্মী ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। পরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পরিস্থিতি সামাল দেন।

ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি লিখেছেন, “স্যরি টু সে, বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে টেবিল চাপড়াইয়া ক্ষমতা দেখানোর, মাসল পাওয়ার দেখানোর যে রাজনীতি এইটা বাংলাদেশে আর চলবে না।” তিনি আরও যোগ করেন, “একটা জয়-পরাজয় এক বছরের জন্য মাত্র, কিন্তু ব্যক্তিত্ব আর চরিত্রের ইস্যু বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের প্রশ্ন।”

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফলাফলের অপেক্ষা। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে হওয়া ভোটের ব্যালট ১৪টি মেশিনে গণনা করা হবে। এসব মেশিনের স্ক্যানিং সক্ষমতা ঘণ্টায় ৫ হাজার থেকে ৮ হাজার পাতা পর্যন্ত। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকেই ফল ঘোষণা করা হবে।

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন ছাত্রী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

জনপ্রিয় সংবাদ

খুলনায় বিএনপির অফিস ভাঙচুর

ডাকসু নির্বাচন নিয়ে ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

আপডেট সময় ০৯:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহাসহ কয়েকজন নেতা-কর্মী ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। পরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পরিস্থিতি সামাল দেন।

ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি লিখেছেন, “স্যরি টু সে, বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে টেবিল চাপড়াইয়া ক্ষমতা দেখানোর, মাসল পাওয়ার দেখানোর যে রাজনীতি এইটা বাংলাদেশে আর চলবে না।” তিনি আরও যোগ করেন, “একটা জয়-পরাজয় এক বছরের জন্য মাত্র, কিন্তু ব্যক্তিত্ব আর চরিত্রের ইস্যু বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের প্রশ্ন।”

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফলাফলের অপেক্ষা। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে হওয়া ভোটের ব্যালট ১৪টি মেশিনে গণনা করা হবে। এসব মেশিনের স্ক্যানিং সক্ষমতা ঘণ্টায় ৫ হাজার থেকে ৮ হাজার পাতা পর্যন্ত। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকেই ফল ঘোষণা করা হবে।

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন ছাত্রী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।