পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে আটকেপড়া জাতীয় দলের ফুটবলারসহ অন্যরা নিরাপদে আছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি শান্ত হলে এবং ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালু হলেই তারা ফিরতে পারবেন। ভারতের ভিসা না থাকায় স্থলপথে আনা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
তৌহিদ হোসেন জানান, বিক্ষোভকারীরা হোটেলে ঢুকে বাংলাদেশের দলকে দেখে সম্মানের সঙ্গে সরে গিয়েছে। তাদের পক্ষ থেকে কোনো নেতিবাচক মনোভাব নেই, তাই কোনো সঙ্কটের আশঙ্কা করছেন না তিনি। এ সময় তিনি জানান, দূতাবাস খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সবাই সুস্থ আছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, যদি জাতিসংঘ বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠানোর প্রস্তাব দেয়, তবে বাংলাদেশ সম্মতি দেবে। শান্তিরক্ষায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
বাংলাদেশ-ভারতের মধ্যে পানিবণ্টন চুক্তি নিয়ে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে আপাতত তার কাছে কোনো হালনাগাদ তথ্য নেই। তথ্য পাওয়া মাত্রই গণমাধ্যমকে জানানো হবে।