ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনের ফল পেতে আরও সময়, দুপুরের পর ঘোষণা সম্ভাবনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলে গণনার কাজ অব্যাহত রয়েছে। সব হলে গণনা শেষ হওয়ার পর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা।

নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে গণনা চলছে। তবে ভোরে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট অনুপস্থিত থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ রাখতে হয়েছিল। যেখানে এজেন্ট উপস্থিত ছিলেন, সেখানে নিরবচ্ছিন্নভাবে কাজ এগিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে এনে রাত ১০টার দিকে গণনা শুরু হয়।

কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী রাত পৌনে ৩টার দিকে বলেন, “এখন শুধুমাত্র হল সংসদের ভোট গণনা চলছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে ফলাফল ঘোষণা দুপুরের পর হতে পারে।”

তিনি আরও জানান, শিক্ষক ও কর্মকর্তারা টানা ভোটগ্রহণ শেষে গণনার কাজ করছেন। এতে তাদের ক্লান্তি দেখা দিয়েছে, ফলে প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না : ড. শফিকুল

জাকসু নির্বাচনের ফল পেতে আরও সময়, দুপুরের পর ঘোষণা সম্ভাবনা

আপডেট সময় ১০:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলে গণনার কাজ অব্যাহত রয়েছে। সব হলে গণনা শেষ হওয়ার পর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা।

নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে গণনা চলছে। তবে ভোরে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট অনুপস্থিত থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ রাখতে হয়েছিল। যেখানে এজেন্ট উপস্থিত ছিলেন, সেখানে নিরবচ্ছিন্নভাবে কাজ এগিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে এনে রাত ১০টার দিকে গণনা শুরু হয়।

কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী রাত পৌনে ৩টার দিকে বলেন, “এখন শুধুমাত্র হল সংসদের ভোট গণনা চলছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে ফলাফল ঘোষণা দুপুরের পর হতে পারে।”

তিনি আরও জানান, শিক্ষক ও কর্মকর্তারা টানা ভোটগ্রহণ শেষে গণনার কাজ করছেন। এতে তাদের ক্লান্তি দেখা দিয়েছে, ফলে প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।