ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রশিবির দাবি আদায়ে লাগাতার কর্মসূচি ঘোষণা: সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচন সাধন চায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রশিবির শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি (আবাসন ভাতা) নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সংবাদ উপস্থাপন করেন এবং সভাপতি রিয়াজুল ইসলাম মৌখিক বক্তব্যে দাবি পর্যায়ক্রমে তুলে ধরেন।

রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচন বিষয়ে কর্তৃপক্ষ ও উচ্চ শিক্ষাসংস্থাগুলোকে বারবার অনুরোধ করেও প্রয়োজনীয় কার্যক্রম দেখা যাচ্ছে না এবং প্রশাসনের টালবাহানার কারণে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছে। ছাত্রশিবির চায়, সম্পূরক বৃত্তির আবেদন প্রক্রিয়া অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করা হবে এবং নভেম্বরের মধ্যে অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া জকসুর কার্যক্রম ত্বরান্বিত করতে চলতি মাসের এক সপ্তাহের মধ্যে একজন আইন কর্মকর্তা ও একজন শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ভোটার তালিকা ওই মাসেই সম্পন্ন করতে হবে।

সংবাদ সম্মেলনে আগামীকাল থেকে ধাপে ধাপে কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত জানানো হয়। প্রথম দুই–তিন দিন হবে সফট কর্মসূচি—দেয়ালে লিখন, পোস্টারিং, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধন। দাবি মেনে না নিলে পরে কঠোর আন্দোলন এবং আরও তীব্র কর্মসূচি নেওয়া হবে বলে তারা সতর্ক করেছেন।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের শিশু তারকা আহমদ শাহর ছোট ভাই উমর শাহ আর নেই

জবি ছাত্রশিবির দাবি আদায়ে লাগাতার কর্মসূচি ঘোষণা: সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচন সাধন চায়

আপডেট সময় ১১:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রশিবির শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি (আবাসন ভাতা) নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সংবাদ উপস্থাপন করেন এবং সভাপতি রিয়াজুল ইসলাম মৌখিক বক্তব্যে দাবি পর্যায়ক্রমে তুলে ধরেন।

রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচন বিষয়ে কর্তৃপক্ষ ও উচ্চ শিক্ষাসংস্থাগুলোকে বারবার অনুরোধ করেও প্রয়োজনীয় কার্যক্রম দেখা যাচ্ছে না এবং প্রশাসনের টালবাহানার কারণে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছে। ছাত্রশিবির চায়, সম্পূরক বৃত্তির আবেদন প্রক্রিয়া অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করা হবে এবং নভেম্বরের মধ্যে অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া জকসুর কার্যক্রম ত্বরান্বিত করতে চলতি মাসের এক সপ্তাহের মধ্যে একজন আইন কর্মকর্তা ও একজন শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ভোটার তালিকা ওই মাসেই সম্পন্ন করতে হবে।

সংবাদ সম্মেলনে আগামীকাল থেকে ধাপে ধাপে কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত জানানো হয়। প্রথম দুই–তিন দিন হবে সফট কর্মসূচি—দেয়ালে লিখন, পোস্টারিং, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধন। দাবি মেনে না নিলে পরে কঠোর আন্দোলন এবং আরও তীব্র কর্মসূচি নেওয়া হবে বলে তারা সতর্ক করেছেন।