ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, কেউ কেউ আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না, ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।শুক্রবার রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, আমরা যেন আর কখনো খুনি ও চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাই।গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রমুখ। ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সূত্রাপুর থানার সভাপতি মো. মানোয়ার খানকে পরিচয় করিয়ে দেন দলটির আমির। এর পর রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সড়কে ঢাকা-১১ আসনে আয়োজিত গণসমাবেশ করেন চরমোনাই পীর। সেখান তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আওয়ামী শাসনামলের খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটতরাজের জন্য তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় থাকবে।

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ, পাশে গলাকাটা শিশু—ফরিদপুরে চাঞ্চল্য

দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে: চরমোনাই পীর

আপডেট সময় ১০:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, কেউ কেউ আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না, ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।শুক্রবার রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, আমরা যেন আর কখনো খুনি ও চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাই।গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রমুখ। ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সূত্রাপুর থানার সভাপতি মো. মানোয়ার খানকে পরিচয় করিয়ে দেন দলটির আমির। এর পর রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সড়কে ঢাকা-১১ আসনে আয়োজিত গণসমাবেশ করেন চরমোনাই পীর। সেখান তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আওয়ামী শাসনামলের খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটতরাজের জন্য তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় থাকবে।