তথ্য আর সংখ্যায় সব দ্বৈরথের গল্প লেখা থাকে না। ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচের পরিসংখ্যানে দেখা যায়, ১৭ ম্যাচ খেলে বাংলাদেশ কেবল একবার জয় পেয়েছে। তবে জয়-পরাজয়কে ছাপিয়ে দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে থাকে উত্তেজনা এবং দর্শকদের জন্য দারুণ হাইপ।
বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স মনে করেন, ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই থাকে এই উত্তেজনা। তিনি বলেন, ‘টি-২০ তো সাড়ে তিন ঘণ্টার খেলা। নির্দিষ্ট দিনে ভালো খেলা দলই জয় পাবে। আমরা ভারতের বিপক্ষে এমন পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে তারা ভুল করবে, আর সেই ফাঁদে পড়ে আমরা জয় নিশ্চিত করব।’
সিমন্স আরও বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। অতীতের ফলাফল মূখ্য নয়; আসল হলো আজকের দিন। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই এবং ভারতকে ভুলের ফাঁদে ফেলতে চাই। জয় পাওয়ার বিশ্বাস আমাদের আছে।’
তিনি মনে করিয়ে দেন, ভারতকে হারানোর ব্রেক থ্রু পাওয়া মাত্রই তা ধরে রাখতে হবে। বাংলাদেশ দলকে সুপার ফোরে পরপর দুই ম্যাচ খেলতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচের পরপরই পাকিস্তানের সঙ্গে লড়াই। কোচ সিমন্স বলেছেন, ‘টি-২০ বা ওয়ানডে—পরপর দুই ম্যাচ খেলা কঠিন। তবে ছেলেরা পরিশ্রম করেছে এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত।’
বাংলাদেশ দলের লক্ষ্য সুপার ফোরে প্রতিটি ম্যাচে সর্বোচ্চ পারফরম্যান্স দেখানো এবং ভারতকে জিততে বাধ্য করা।