ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে উদ্ধার ‘জুলাই যোদ্ধা’ মাওলানা মামুনুর রশীদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ হওয়ার ১০৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে ‘জুলাই যোদ্ধা’ মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

নিখোঁজ হওয়ার পরদিনই তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী খাদিজা। তিনি গণমাধ্যমকে বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমি কোথায় গেলে সন্তানদেরকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারব? সরকার কি পারে না মাওলানা মামুনকে ফিরিয়ে দিতে?”

শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মামুনুর রশীদের পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। সেখানে কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা–বাবাও সন্তানের জীবিত ফেরার আকুতি জানান।

অবশেষে একই দিন জুমার নামাজের পর পূর্বাচল থেকে মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়। উদ্ধার–পরবর্তী তার শারীরিক অবস্থা বা ঘটনাটির পেছনের কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে উদ্ধার ‘জুলাই যোদ্ধা’ মাওলানা মামুনুর রশীদ

আপডেট সময় ০৩:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ হওয়ার ১০৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে ‘জুলাই যোদ্ধা’ মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

নিখোঁজ হওয়ার পরদিনই তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী খাদিজা। তিনি গণমাধ্যমকে বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমি কোথায় গেলে সন্তানদেরকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারব? সরকার কি পারে না মাওলানা মামুনকে ফিরিয়ে দিতে?”

শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মামুনুর রশীদের পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। সেখানে কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা–বাবাও সন্তানের জীবিত ফেরার আকুতি জানান।

অবশেষে একই দিন জুমার নামাজের পর পূর্বাচল থেকে মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়। উদ্ধার–পরবর্তী তার শারীরিক অবস্থা বা ঘটনাটির পেছনের কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।