ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাইফ হাসানের ঝড়ে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। পাঁচ বছর পর সেই ইতিহাস উল্টে দিল টাইগাররা। সিলেটে দুই ম্যাচের সিরিজে জয় নিশ্চিতের পর শারজাহতে আজ (রোববার) অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দুর্দান্ত জয়ে রশিদ খানের দলকে ধবলধোলাই করল বাংলাদেশ।

আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে। জবাবে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ইনিংসের নায়ক সাইফ হাসান ঝড়ো হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেন।

পাওয়ার প্লেতে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ তামিম। পারভেজ হোসেন ইমন ১৪ রান করে ফেরার পর সাইফ এক প্রান্তে দৃঢ় থাকেন। ৩২ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়া এই ওপেনার ৩৮ বলে ৬৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন, ইনিংসে ছিল ২ চার ও ৭ ছক্কা। তার সঙ্গে নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ১০ রানে।

এর আগে ব্যাট হাতে আফগানদের হয়ে দারউইশ রাসুলি করেন ৩২, সেদিকউল্লাহ অটল ২৮ এবং শেষ দিকে মুজিব-উর-রহমান ঝড় তোলেন ২৩ রানে। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানজিম সাকিব ঝুলিতে ভরেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ — যা দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি ইতিহাসে টাইগারদের জন্য এক ঐতিহাসিক অর্জন।

জনপ্রিয় সংবাদ

সাইফ হাসানের ঝড়ে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। পাঁচ বছর পর সেই ইতিহাস উল্টে দিল টাইগাররা। সিলেটে দুই ম্যাচের সিরিজে জয় নিশ্চিতের পর শারজাহতে আজ (রোববার) অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দুর্দান্ত জয়ে রশিদ খানের দলকে ধবলধোলাই করল বাংলাদেশ।

আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে। জবাবে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ইনিংসের নায়ক সাইফ হাসান ঝড়ো হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেন।

পাওয়ার প্লেতে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ তামিম। পারভেজ হোসেন ইমন ১৪ রান করে ফেরার পর সাইফ এক প্রান্তে দৃঢ় থাকেন। ৩২ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়া এই ওপেনার ৩৮ বলে ৬৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন, ইনিংসে ছিল ২ চার ও ৭ ছক্কা। তার সঙ্গে নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ১০ রানে।

এর আগে ব্যাট হাতে আফগানদের হয়ে দারউইশ রাসুলি করেন ৩২, সেদিকউল্লাহ অটল ২৮ এবং শেষ দিকে মুজিব-উর-রহমান ঝড় তোলেন ২৩ রানে। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানজিম সাকিব ঝুলিতে ভরেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ — যা দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি ইতিহাসে টাইগারদের জন্য এক ঐতিহাসিক অর্জন।