ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালনের ঘোষণা ছাত্রশিবিরের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৭ অক্টোবরকে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ‘ছাত্রশিবির আখ্যায়িত’ করে নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই ছিল আবরারের একমাত্র “অপরাধ”।

ছাত্রশিবিরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন বহু শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ ভবিষ্যতে যেন আর এমন বর্বরতা না দেখে, সে প্রত্যাশা থেকেই দিনটিকে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও পালনের আহ্বানও জানিয়েছে।

ঘোষিত কর্মসূচি:
১. শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
২. বিভিন্ন ক্যাম্পাসে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন।
৩. ছাত্রলীগের নির্যাতনের চিত্র প্রকাশ ও আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ।
৪. নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লেখালেখি ও সচেতনতা কার্যক্রম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের এসব কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালনের ঘোষণা ছাত্রশিবিরের

আপডেট সময় ০৯:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৭ অক্টোবরকে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ‘ছাত্রশিবির আখ্যায়িত’ করে নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই ছিল আবরারের একমাত্র “অপরাধ”।

ছাত্রশিবিরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন বহু শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ ভবিষ্যতে যেন আর এমন বর্বরতা না দেখে, সে প্রত্যাশা থেকেই দিনটিকে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও পালনের আহ্বানও জানিয়েছে।

ঘোষিত কর্মসূচি:
১. শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
২. বিভিন্ন ক্যাম্পাসে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন।
৩. ছাত্রলীগের নির্যাতনের চিত্র প্রকাশ ও আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ।
৪. নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লেখালেখি ও সচেতনতা কার্যক্রম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের এসব কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।