ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত।

 

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র ঢাকায়। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখেরও বেশি প্রার্থী।

 

পিএসসি জানিয়েছে, এবারের বিশেষ বিসিএসে মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিসিএস পরীক্ষার্থীদের বাসে ছাত্রশিবিরের স্টিকার, শিক্ষার্থীদের ক্ষোভ

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু

আপডেট সময় ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত।

 

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র ঢাকায়। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখেরও বেশি প্রার্থী।

 

পিএসসি জানিয়েছে, এবারের বিশেষ বিসিএসে মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদ রয়েছে।