ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় বিমান হামলা ইসরাইলের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

ইসরাইলি মন্ত্রিসভায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি অনুমোদনের কয়েক ঘণ্টা পরই গাজার খান ইউনিসে হামলা চালিছে দখলদার বাহিনী। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে।

 

এছাড়াও খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরাইলি বাহিনী বারবার কামানের গোলাবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে।

 

 

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত গভীর রাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরাইলি সরকার। উভয় পক্ষের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি আগামী দিনের মধ্যে যেকোনো মুহূর্তে কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রাক্কালে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। যদিও চুক্তির প্রথম ধাপের উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা।

জনপ্রিয় সংবাদ

‘এক শ্রেণির ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ধর্মীয় বিষয়কে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে’

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় বিমান হামলা ইসরাইলের

আপডেট সময় ১২:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ইসরাইলি মন্ত্রিসভায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি অনুমোদনের কয়েক ঘণ্টা পরই গাজার খান ইউনিসে হামলা চালিছে দখলদার বাহিনী। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে।

 

এছাড়াও খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরাইলি বাহিনী বারবার কামানের গোলাবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে।

 

 

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত গভীর রাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরাইলি সরকার। উভয় পক্ষের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি আগামী দিনের মধ্যে যেকোনো মুহূর্তে কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রাক্কালে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। যদিও চুক্তির প্রথম ধাপের উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা।