ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে শরৎ উৎসব, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্থগিত করে চারুকলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্থগিত করা হয়েছে, বলে জানিয়েছে চারুকলা।

 

 

শুক্রবার (১০ অক্টোবর) অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর শরৎ উৎসব ১৪৩২ আয়োজনের জন্য ১০ অক্টোবর বকুলতলা ব্যবহারের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে আবেদনপত্র প্রদান করেন। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের আবেদনপত্রতি বরাবরের ন্যায় অনুমোদন প্রদান করে।

 

 

এতে আরও বলা হয়, পরবর্তীতে গত ৯ অক্টোবর উল্লেখিত অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করেন। অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

 

আগামী ১১ অক্টোবর (শনিবার) অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে আলোচনা করে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি অথবা সংগঠনের বিষয়বলী খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি পরবর্তীতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, বলে এতে উল্লেখ করে।

জনপ্রিয় সংবাদ

বিসিএস পরীক্ষার্থীদের বাসে ছাত্রশিবিরের স্টিকার, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবিতে শরৎ উৎসব, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্থগিত করে চারুকলা

আপডেট সময় ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্থগিত করা হয়েছে, বলে জানিয়েছে চারুকলা।

 

 

শুক্রবার (১০ অক্টোবর) অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর শরৎ উৎসব ১৪৩২ আয়োজনের জন্য ১০ অক্টোবর বকুলতলা ব্যবহারের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে আবেদনপত্র প্রদান করেন। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের আবেদনপত্রতি বরাবরের ন্যায় অনুমোদন প্রদান করে।

 

 

এতে আরও বলা হয়, পরবর্তীতে গত ৯ অক্টোবর উল্লেখিত অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করেন। অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

 

আগামী ১১ অক্টোবর (শনিবার) অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে আলোচনা করে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি অথবা সংগঠনের বিষয়বলী খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি পরবর্তীতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, বলে এতে উল্লেখ করে।