জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার সব জেলা প্রশাসককে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী সহ সমমনা সাত দল।
অন্য দলগুলো হলো-ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি। আলাদাভাবে মিছিল সহকারের এই স্মারকলিপি দেবে সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০ টায় দলের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল নেতৃত্ব দেবেন।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে-সব জেলা জেলা প্রশাসকদের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।
পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে-জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালে তাদের কাযক্রম নিষিদ্ধ করা।
দলটি জানায়, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফার কর্মসূচি অনুসারে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ এবং শুক্রবার ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্বারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেষণা, বিগত সংস্কার কার্যক্রম, জনমনের প্রত্যাশা ও ৫ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহবান জানানো হবে।
এছাড়া অন্যান্য দল পাঁচ দফার সঙ্গে আরো কিছু দাবি যুক্ত করে এই অভিন্ন আন্দোলন করছে।