ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক তুষার হুসাইনকে আটক করা হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন ভবনের সামনে চা খেতে যান তুষার। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়।

 

তুষার নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় আজও ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদল নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে থানায় সোপর্দ করেন।

 

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “তুষারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

আটকের বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবো।”

জনপ্রিয় সংবাদ

রাস্তায় শিক্ষকদের পেটানো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না: হাসনাত

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ১০:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক তুষার হুসাইনকে আটক করা হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন ভবনের সামনে চা খেতে যান তুষার। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়।

 

তুষার নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় আজও ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদল নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে থানায় সোপর্দ করেন।

 

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “তুষারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

আটকের বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবো।”