ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে দেলদুয়ার উপজেলা থেকে তাকে ধরা হয়। ইসমাইল হোসেন নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ছয় মাসের অন্তসত্ত্বা হয়েছেন।

 

র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন সোমবার রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।

 

ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পর ইসমাইলকে গত শুক্রবার জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন জানান, গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা কালিহাতী থানায় মামলা দায়ের করেন। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় সংবাদ

নববধূ ধর্ষণের পর মোজাম্মেল বলেন— তুচ্ছ বিষয়, বঙ্গবন্ধুকে জড়াতে চাই না

টাঙ্গাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে দেলদুয়ার উপজেলা থেকে তাকে ধরা হয়। ইসমাইল হোসেন নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ছয় মাসের অন্তসত্ত্বা হয়েছেন।

 

র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন সোমবার রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।

 

ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পর ইসমাইলকে গত শুক্রবার জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন জানান, গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা কালিহাতী থানায় মামলা দায়ের করেন। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।