Home জাতীয় সংবাদ কাতারে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার

কাতারে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার

এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার দিয়েছে কাতারের সশস্ত্র বাহিনী। বুধবার (২৩ এপ্রিল) দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি।

এদিকে সাক্ষাতের আগে কাতারের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করে। 

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, দুই সশস্ত্র বাহিনী এবং দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার মাধ্যমে উভয় দেশই পেশাদারির দিক থেকে উপকৃত হবে।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গত তিন দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে সংগৃহীত তাদের বিশাল অভিজ্ঞতা কাতারি সশস্ত্র বাহিনীর সুবিধার্থে কাজে লাগাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here