ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বৈঠকে উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার হাতাহাতি, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

ছবি: সংগ্রহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার মধ্যে প্রকাশ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকার নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী ও কে এম শরফুদ্দিন মঞ্জুর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক নুর কায়েম সবুজ, অ্যাডভোকেট সিমকী ইমাম খান এবং অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাঈদ হাসান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হাতাহাতির দৃশ্য মোবাইল ফোনে ধারণ হয়ে দ্রুত ভাইরাল হয়।

সূত্রে জানা গেছে, বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ নিয়ে বৈঠকে আলোচনা চলছিল। এ সময় সফরের খরচ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। কে এম শরফুদ্দিন মঞ্জু সাবেক এমপি আকবর আলীকে উদ্দেশ করে বলেন, “আপনি তো হাজার কোটি টাকার মালিক, যাবতীয় খরচ আপনি বহন করুন।” তার জবাবে আকবর আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে উত্তেজনা চরমে পৌঁছায় এবং হাতাহাতি ঘটে।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

ঢাকায় বৈঠকে উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার হাতাহাতি, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার মধ্যে প্রকাশ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকার নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী ও কে এম শরফুদ্দিন মঞ্জুর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক নুর কায়েম সবুজ, অ্যাডভোকেট সিমকী ইমাম খান এবং অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাঈদ হাসান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হাতাহাতির দৃশ্য মোবাইল ফোনে ধারণ হয়ে দ্রুত ভাইরাল হয়।

সূত্রে জানা গেছে, বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ নিয়ে বৈঠকে আলোচনা চলছিল। এ সময় সফরের খরচ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। কে এম শরফুদ্দিন মঞ্জু সাবেক এমপি আকবর আলীকে উদ্দেশ করে বলেন, “আপনি তো হাজার কোটি টাকার মালিক, যাবতীয় খরচ আপনি বহন করুন।” তার জবাবে আকবর আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে উত্তেজনা চরমে পৌঁছায় এবং হাতাহাতি ঘটে।