ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্য

 

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইনুল ইসলাম।

মোটরসাইকেলে তার স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি বালিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫) এর সামনের দিকে মোটরসাইকেলটি চলে আসে। ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।

 

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৯:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্য

 

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইনুল ইসলাম।

মোটরসাইকেলে তার স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি বালিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫) এর সামনের দিকে মোটরসাইকেলটি চলে আসে। ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।

 

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।