ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

 

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি বাতিল করেছেন তারা।

 

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ‎শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

 

ব্রিফিংয়ে আজিজী বলেন, আমরা সচিবালয়ে বৈঠকে বসেছিলাম। বৈঠকে আমাদের কষ্টের কথা জানাতে গিয়েও তাদের মন গলাতে পারিনি। তারা তাদের পাঁচ শতাংশ সিদ্ধান্তে অনড় ছিলো। আমরা বলেছিলাম যেহেতু বাজেট সংকট, সেহেতু আমাদের ২০ শতাংশের প্রজ্ঞাপন দিন। আর আমাদের ১০ শতাংশ করে বাড়িভাড়া দিন। বাকি ১০ শতাংশ পরবর্তী বাজেট থেকে দেবেন। কিন্তু তারা আমাদের কোনো দাবি মানতে পারলো না।

 

 

তিনি বলেন, আলোচনা মানে আপনারা কিছু ছাড় দেবেন, আমরাও কিছু ছাড় দেবো। কিন্তু তারা কোনও ধরনের ছাড় দেবে না। আমরা যেটা বুঝেছি সেটা হলো আলোচনার নামে আমাদের সচিবালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে বুঝলাম এটা কোনও আলোচনা ছিলো না।

 

তিনি আরও বলেন, যেহেতু তারা আলোচনার নামে আমাদের ডেকে নিয়ে গিয়ে প্রহসন করেছে, সেহেতু আমাদের দাবির ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা খরচ ও উৎসব ভাতা চলতি মাস থেকেই দিতে হবে। এ বিষয়ে আর কোনও ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

আপডেট সময় ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি বাতিল করেছেন তারা।

 

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ‎শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

 

ব্রিফিংয়ে আজিজী বলেন, আমরা সচিবালয়ে বৈঠকে বসেছিলাম। বৈঠকে আমাদের কষ্টের কথা জানাতে গিয়েও তাদের মন গলাতে পারিনি। তারা তাদের পাঁচ শতাংশ সিদ্ধান্তে অনড় ছিলো। আমরা বলেছিলাম যেহেতু বাজেট সংকট, সেহেতু আমাদের ২০ শতাংশের প্রজ্ঞাপন দিন। আর আমাদের ১০ শতাংশ করে বাড়িভাড়া দিন। বাকি ১০ শতাংশ পরবর্তী বাজেট থেকে দেবেন। কিন্তু তারা আমাদের কোনো দাবি মানতে পারলো না।

 

 

তিনি বলেন, আলোচনা মানে আপনারা কিছু ছাড় দেবেন, আমরাও কিছু ছাড় দেবো। কিন্তু তারা কোনও ধরনের ছাড় দেবে না। আমরা যেটা বুঝেছি সেটা হলো আলোচনার নামে আমাদের সচিবালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে বুঝলাম এটা কোনও আলোচনা ছিলো না।

 

তিনি আরও বলেন, যেহেতু তারা আলোচনার নামে আমাদের ডেকে নিয়ে গিয়ে প্রহসন করেছে, সেহেতু আমাদের দাবির ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা খরচ ও উৎসব ভাতা চলতি মাস থেকেই দিতে হবে। এ বিষয়ে আর কোনও ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।