চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি টেক্সটাইল কারখানায় লাগা ভয়াবহ আগুন ছয় ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার পরও ভবনের ওপরের কয়েকটি তলায় আগুন জ্বলতে দেখা যায়।
দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর প্লটে অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের জিন হং মেডিকেল কারখানায়। এতে দুটি কারখানাই ক্ষতিগ্রস্ত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ও নৌবাহিনীর ৪টি সহ মোট ১৯টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে সুতা ও কাপড় জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




















