ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী।

 

 

 

 

সম্প্রতি সাইদুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

 

ডিবি পুলিশের কর্মকর্তারা বলছেন, এই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রটি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। অস্ত্রটির উৎস ও আগের ব্যবহার সম্পর্কেও বিস্তারিত তদন্ত চলছে।

 

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক অস্থিরতার সুযোগে কিছু চক্র অস্ত্র ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলামকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (ডিবি ও শিল্পাঞ্চল) জানান, গ্রেপ্তার দুজন মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন। গোপনে তথ্যে ডিবির টিম মোটরসাইকেলটি আটকে দেয়। এরপর অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বিদেশি অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী।

 

 

 

 

সম্প্রতি সাইদুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

 

ডিবি পুলিশের কর্মকর্তারা বলছেন, এই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রটি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। অস্ত্রটির উৎস ও আগের ব্যবহার সম্পর্কেও বিস্তারিত তদন্ত চলছে।

 

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক অস্থিরতার সুযোগে কিছু চক্র অস্ত্র ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলামকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (ডিবি ও শিল্পাঞ্চল) জানান, গ্রেপ্তার দুজন মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন। গোপনে তথ্যে ডিবির টিম মোটরসাইকেলটি আটকে দেয়। এরপর অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।