ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“নারীর ন্যায্য অধিকার দিতে প্রস্তুত হেফাজত, প্রয়োজন হলে রাষ্ট্রের দায়িত্বও নেবে” — মহাসচিব সাজিদুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

নারীর প্রতি হেফাজতে ইসলামের অবস্থান ব্যাখ্যা করে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, হেফাজত নারী বিদ্বেষী নয়, বরং নারীর ইসলামসম্মত ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। যদি রাষ্ট্র সে অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে হেফাজত নিজেই তা নিশ্চিত করবে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বরসহ গণহত্যার বিচার, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নেতারা বলেন, আগামী জুনের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি ‘জুলাইয়ের চেতনা’কে জাগ্রত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান জানানো হয়।

নির্বাচনপদ্ধতির আমূল সংস্কার ও একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়ে হেফাজত ইসলাম ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নেতৃত্বে দেখতে চায়।

বক্তারা অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদী শক্তি ঐক্য বিনষ্টের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতসহ ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়নি, ফের বসবে কমিশন

“নারীর ন্যায্য অধিকার দিতে প্রস্তুত হেফাজত, প্রয়োজন হলে রাষ্ট্রের দায়িত্বও নেবে” — মহাসচিব সাজিদুর রহমান

আপডেট সময় ০৬:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

নারীর প্রতি হেফাজতে ইসলামের অবস্থান ব্যাখ্যা করে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, হেফাজত নারী বিদ্বেষী নয়, বরং নারীর ইসলামসম্মত ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। যদি রাষ্ট্র সে অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে হেফাজত নিজেই তা নিশ্চিত করবে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বরসহ গণহত্যার বিচার, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নেতারা বলেন, আগামী জুনের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি ‘জুলাইয়ের চেতনা’কে জাগ্রত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান জানানো হয়।

নির্বাচনপদ্ধতির আমূল সংস্কার ও একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়ে হেফাজত ইসলাম ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নেতৃত্বে দেখতে চায়।

বক্তারা অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদী শক্তি ঐক্য বিনষ্টের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতসহ ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।