ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

প্রফেসর ইউনূস সম্মানিত ব্যক্তিত্ব, তাঁকে ঘিরে ‘বিষ বলয়’ সৃষ্টি হয়েছে: আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একজন ৮৪ বছর বয়সী সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। শুক্রবার নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে জুলকার নাইন বলেন, প্রফেসর ইউনূসের অর্জন তাঁর নিজস্ব যোগ্যতা ও পরিশ্রমের ফসল। তিনি সব সময় বিশ্বস্ত, শিক্ষিত ও সৎ মানুষের দ্বারা পরিবেষ্টিত ছিলেন বলেই দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের সমস্যায় পড়েননি। তবে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর, তাঁর চারপাশে একটি ‘বিষ বলয়’ বা ‘টক্সিক সার্কেল’ গড়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

এই বলয়ের নেতৃত্বে আছেন নূরুল ইসলাম ভূঁইয়া ছোটন ও আরও কয়েকজন চিহ্নিত ব্যক্তি, যারা প্রফেসর ইউনূসকে সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন সাংবাদিক সায়ের। তাঁর দাবি, এই গোষ্ঠী দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব চায় না এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।

জুলকার নাইন সায়ের আরও বলেন, এই গোষ্ঠী নিজেদের উচ্চাভিলাষের কারণে বিএনপি, জামায়াত এবং সেনাবাহিনী—সব পক্ষকেই লাগাতারভাবে অপমান ও অপদস্থ করে যাচ্ছে। তিনি এই বলয়কে ‘হাসিনা কাল্ট’-এর গুম-খুন-নির্যাতনের কৌশলের সঙ্গে তুলনা করেন এবং বলেন, এটি দেশে ভয়ের সংস্কৃতি গড়ে তুলছে।

তিনি দেশের সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটিকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রত্যাশা করেন, প্রফেসর ইউনূস যেন সফলভাবে দায়িত্ব পালন করে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

পোস্টের শেষাংশে সায়ের বলেন, দেশের জনগণের উচিত নিরাপত্তা বাহিনী ও এর নেতৃত্বের প্রতি আস্থা রাখা, কারণ তারা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য: এনসিপি নেতা সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার লিগ্যাল নোটিশ

প্রফেসর ইউনূস সম্মানিত ব্যক্তিত্ব, তাঁকে ঘিরে ‘বিষ বলয়’ সৃষ্টি হয়েছে: আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের

আপডেট সময় ০৭:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একজন ৮৪ বছর বয়সী সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। শুক্রবার নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে জুলকার নাইন বলেন, প্রফেসর ইউনূসের অর্জন তাঁর নিজস্ব যোগ্যতা ও পরিশ্রমের ফসল। তিনি সব সময় বিশ্বস্ত, শিক্ষিত ও সৎ মানুষের দ্বারা পরিবেষ্টিত ছিলেন বলেই দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের সমস্যায় পড়েননি। তবে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর, তাঁর চারপাশে একটি ‘বিষ বলয়’ বা ‘টক্সিক সার্কেল’ গড়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

এই বলয়ের নেতৃত্বে আছেন নূরুল ইসলাম ভূঁইয়া ছোটন ও আরও কয়েকজন চিহ্নিত ব্যক্তি, যারা প্রফেসর ইউনূসকে সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন সাংবাদিক সায়ের। তাঁর দাবি, এই গোষ্ঠী দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব চায় না এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।

জুলকার নাইন সায়ের আরও বলেন, এই গোষ্ঠী নিজেদের উচ্চাভিলাষের কারণে বিএনপি, জামায়াত এবং সেনাবাহিনী—সব পক্ষকেই লাগাতারভাবে অপমান ও অপদস্থ করে যাচ্ছে। তিনি এই বলয়কে ‘হাসিনা কাল্ট’-এর গুম-খুন-নির্যাতনের কৌশলের সঙ্গে তুলনা করেন এবং বলেন, এটি দেশে ভয়ের সংস্কৃতি গড়ে তুলছে।

তিনি দেশের সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটিকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রত্যাশা করেন, প্রফেসর ইউনূস যেন সফলভাবে দায়িত্ব পালন করে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

পোস্টের শেষাংশে সায়ের বলেন, দেশের জনগণের উচিত নিরাপত্তা বাহিনী ও এর নেতৃত্বের প্রতি আস্থা রাখা, কারণ তারা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।