জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে আবারও দিল্লির মদদে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিভাজনের ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, গণতান্ত্রিক রূপান্তরকে ব্যাহত করতে আরেকটি ‘এক-এগারো’ পরিস্থিতি তৈরির পাঁয়তারা চলছে।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্ত করে একটি স্বাধীন, সার্বভৌম ও সংস্কারমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। কিন্তু অতীতের মতো এবারও বাংলাদেশকে বিভক্ত করে জাতীয় ঐক্য বিনষ্ট এবং দেশকে দুর্বল রাখার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে।”
তিনি দেশপ্রেমিক, ধর্মপ্রাণ ও সংস্কারপন্থী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান, যেন তারা সার্বভৌমত্ব, গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ থাকে। একই সঙ্গে তিনি দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদেরও আহ্বান জানান—বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ও প্রস্তুত থাকার জন্য।