হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে উদ্দেশ করে বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে তারা যেন মান-অভিমান ভুলে দায়িত্ব পালন করেন। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে মামুনুল হক বলেন, “শহীদদের রক্ত শুকায়নি, অথচ ফ্যাসিস্টরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা ও হেফাজতসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা-জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে চার দফা দাবি উপস্থাপন করেন।
তিনি আরও বলেন, “সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দৃশ্যমান অগ্রগতি জরুরি।”
নারী সংস্কার কমিশন নিয়ে তিনি বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। সরকার এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে হেফাজত ঘরে ঘরে গিয়ে কাজ করবে।”
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। এতে অংশ নেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের নদভী, মহিউদ্দিন রাব্বানী, আহমেদ আলী কাসেমী, ইসলামাবাদী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি কামাল উদ্দিন, মাওলানা শোয়াইব, মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা আফসার মাহমুদ, মুফতি নাসির উদ্দিন, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা সুলতান আহমদ জাফরী প্রমুখ।