ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতার বিপ্লবী সরকার গঠনের ঘোষণা, ড. ইউনূসের পাশে থাকার প্রত্যয় এনসিপি নেতার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল সংগঠক মেহরাব সিফাত ঘোষণা দিয়েছেন, ২০২৪ সালের ছাত্র-জনতা যেভাবে ড. মুহাম্মদ ইউনূসের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “যদি কোনো বৈদেশিক ষড়যন্ত্র বা ঘরোয়া চাপে ড. ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হয়, তবে তা ইতিহাসে লেখা থাকবে। কিন্তু তার চেয়েও বড় ইতিহাস এবার তৈরি হবে এই বাংলার মাটিতে—ছাত্র-জনতা এবার গঠন করবে বিপ্লবী সরকার।”

ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। মনে করবেন না দায়িত্ব শেষ। আমাদের আরও বেশি সংগঠিত হতে হবে। গত ১৭ বছরের আওয়ামী জাহিলিয়াতের সময় যখন একটি কেন্দ্রীয় ডাকে নিপীড়িত মানুষ রাজপথে নেমেছিল, এবারও সেই ঐক্য দরকার। তবে এবার আন্দোলন ধ্বংসের জন্য নয়, গঠনের জন্য। আমাদের নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য আজগর শেখ। এতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, রাজৈর উপজেলা এনসিসি সদস্য মহাসিন ফকির ও জাবের হাওলাদার এবং রাজৈর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরান জামি প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

ছাত্র-জনতার বিপ্লবী সরকার গঠনের ঘোষণা, ড. ইউনূসের পাশে থাকার প্রত্যয় এনসিপি নেতার

আপডেট সময় ০৯:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল সংগঠক মেহরাব সিফাত ঘোষণা দিয়েছেন, ২০২৪ সালের ছাত্র-জনতা যেভাবে ড. মুহাম্মদ ইউনূসের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “যদি কোনো বৈদেশিক ষড়যন্ত্র বা ঘরোয়া চাপে ড. ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হয়, তবে তা ইতিহাসে লেখা থাকবে। কিন্তু তার চেয়েও বড় ইতিহাস এবার তৈরি হবে এই বাংলার মাটিতে—ছাত্র-জনতা এবার গঠন করবে বিপ্লবী সরকার।”

ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। মনে করবেন না দায়িত্ব শেষ। আমাদের আরও বেশি সংগঠিত হতে হবে। গত ১৭ বছরের আওয়ামী জাহিলিয়াতের সময় যখন একটি কেন্দ্রীয় ডাকে নিপীড়িত মানুষ রাজপথে নেমেছিল, এবারও সেই ঐক্য দরকার। তবে এবার আন্দোলন ধ্বংসের জন্য নয়, গঠনের জন্য। আমাদের নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য আজগর শেখ। এতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, রাজৈর উপজেলা এনসিসি সদস্য মহাসিন ফকির ও জাবের হাওলাদার এবং রাজৈর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরান জামি প্রমুখ।