বান্দরবানের বালাঘাটা এলাকায় প্রবাসীর বাড়ি থেকে ২৭ ভরি সোনা চুরির ঘটনায় পুলিশের সক্রিয় তৎপরতার ফলে অবশেষে চোর নিজেই আত্মসমর্পণ করেছেন।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় বালাঘাটার ওই বাড়িতে এসে মালিকের কাছে স্বীকারোক্তি দেন চোর মোহাম্মদ ইদ্রিস। তিনি প্রবাসীর বাড়ির পাশের বাসিন্দা। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সোনা উদ্ধারে বের হয়।
পুলিশ জানায়, স্বর্ণচুরির অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশের একটি বিশেষ টিম। আশপাশের সব বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। পুলিশের কড়াকড়ি বাড়তে থাকায় চোর আতঙ্কিত হয়ে পড়ে।
রোববার দুপুরে সে ৪ ভরি সোনাসহ একটি চিরকুট লিখে রেখে যায়। এরপর পুলিশ আরও অভিযান জোরদার করলে সন্ধ্যায় ভয় পেয়ে ইদ্রিস নিজেই বাড়িতে এসে আত্মসমর্পণ করে। জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার স্বীকারোক্তি দেন। বর্তমানে পুলিশ তার দেখানো জায়গায় বাকি সোনা উদ্ধারে অভিযান চালাচ্ছে।





















