ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রশিবিরের উদ্যোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির ফিল্টার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল ও ছেলেদের বিজয়–২৪ হলে এসব ফিল্টার হস্তান্তর করা হয়।

ফিল্টারগুলো হল প্রভোস্টদের হাতে তুলে দেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ রানা তুহিন বলেন, “মেয়েদের হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, “আগেও ছাত্রশিবির আমাদের ফার্স্ট এইড বক্স দিয়েছিল। এবার পানির ফিল্টার দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য খুবই দরকারি ছিল। এরকম কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, ফিল্টার স্থাপনের ফলে এখন তারা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা উদ্যোগটিকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন

জনপ্রিয় সংবাদ

শাবিপ্রবিতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রশিবিরের উদ্যোগ

আপডেট সময় ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির ফিল্টার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল ও ছেলেদের বিজয়–২৪ হলে এসব ফিল্টার হস্তান্তর করা হয়।

ফিল্টারগুলো হল প্রভোস্টদের হাতে তুলে দেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ রানা তুহিন বলেন, “মেয়েদের হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, “আগেও ছাত্রশিবির আমাদের ফার্স্ট এইড বক্স দিয়েছিল। এবার পানির ফিল্টার দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য খুবই দরকারি ছিল। এরকম কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, ফিল্টার স্থাপনের ফলে এখন তারা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা উদ্যোগটিকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন