জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও কোরআনের হাফেজ শহীদ হাসানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের ইমামতিতে। জানাজার নামাজ চলাকালেই কান্নায় ভেঙে পড়েন সাদিক। উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম জানান, শনিবার (২৪ মে) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে এই মহান শহীদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, গত বছরের জুলাই অভ্যুত্থান চলাকালে আহত হন লক্ষ্মীপুরের রামগতির গাজী মো. হাসান (১৯)। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২২ মে) রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মারা যান।