জামালপুরের মাদারগঞ্জে এবি পার্টি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জামালপুর-৩ (মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
ইঞ্জিনিয়ার লিপসন মিয়া এবি পার্টির মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এবং জামালপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। তিনি এবি পার্টির মনোনয়নে জামালপুর-৩ আসনে সংসদ সদস্য পদে প্রার্থীও ছিলেন।
যোগদান অনুষ্ঠানে লিপসন মিয়া বলেন, দেশের কল্যাণ এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে মাদারগঞ্জের মানুষের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আশাও প্রকাশ করেন তিনি।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার যোগদানের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং মাদারগঞ্জে জামায়াতের কার্যক্রমকে গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



















