ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণহত্যা মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির, রায় আজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

জুলাই গণহত্যা মামলায় গুরুত্বপূর্ণ রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল আজ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন।

সাবেক আইজিপি মামুন ইতোমধ্যেই রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, তার শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনায় রাখা হয়েছে। তবে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ দণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশ এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

জুলাই গণহত্যা মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির, রায় আজ

আপডেট সময় ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জুলাই গণহত্যা মামলায় গুরুত্বপূর্ণ রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল আজ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন।

সাবেক আইজিপি মামুন ইতোমধ্যেই রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, তার শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনায় রাখা হয়েছে। তবে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ দণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশ এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য।