চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ মনোয়ার (১৬) কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুছসালামের ছেলে। তিনি সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেজুর গাছে উঠার সময় সাইফুল্লাহ পা ফসকে নিচের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






















