কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা জজ কোর্টের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তারা দাবি করেন, তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছেন। এছাড়া স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর ভয়-ভীতি প্রদর্শন এবং একই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকির অভিযোগও উঠেছে।
বক্তারা বলেন, ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহিদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ণ হবে এবং শেখ হাসিনার স্বৈরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে। তাই তারা দ্রুত তার মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেন সাবেক ডিসি ও মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লা, ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ এবং ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সোহাগ মিয়া প্রমুখ।




















