ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে দেশে ১০ জন নিহত, আহত সাড়ে চারশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে এসব মৃত্যু ঘটে। সারা দেশে আহত হয়েছেন অন্তত ৪৬১ জন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

ঢাকা:
পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হন। নিহতরা হলেন—রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ রেলিং ভেঙে পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।

নরসিংদী:
জেলার তিন উপজেলায় বাবা–ছেলেসহ পাঁচজন নিহত হন। মৃতরা হলেন—হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (১০), কাজম আলী ভূইয়া (৭০), নাসির উদ্দিন (৫০) এবং ফুরকান মিয়া (৪০)। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও একজনের বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান। আহত হয়েছেন শতাধিক মানুষ।

নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে রাস্তায় যাওয়ার সময় দেয়ালটি ধসে পড়ে। নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

গাজীপুর:
কালীগঞ্জে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারা যান সুজিৎ দাস (৩৮)। এছাড়া বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দেয়, মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে যায় এবং একটি নবনির্মিত স্কুল ভবনেও ফাটল তৈরি হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে জানান, হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্চল্যকর তথ্য

ভূমিকম্পে দেশে ১০ জন নিহত, আহত সাড়ে চারশ

আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে এসব মৃত্যু ঘটে। সারা দেশে আহত হয়েছেন অন্তত ৪৬১ জন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

ঢাকা:
পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হন। নিহতরা হলেন—রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ রেলিং ভেঙে পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।

নরসিংদী:
জেলার তিন উপজেলায় বাবা–ছেলেসহ পাঁচজন নিহত হন। মৃতরা হলেন—হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (১০), কাজম আলী ভূইয়া (৭০), নাসির উদ্দিন (৫০) এবং ফুরকান মিয়া (৪০)। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও একজনের বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান। আহত হয়েছেন শতাধিক মানুষ।

নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে রাস্তায় যাওয়ার সময় দেয়ালটি ধসে পড়ে। নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

গাজীপুর:
কালীগঞ্জে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারা যান সুজিৎ দাস (৩৮)। এছাড়া বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দেয়, মসজিদের দুটি গম্বুজ কাত হয়ে যায় এবং একটি নবনির্মিত স্কুল ভবনেও ফাটল তৈরি হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে জানান, হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।