ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষে আহত সাত ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতদের মধ্যে রয়েছেন—সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। তাদের সবার মাথায় আঘাত লেগেছে এবং চার নম্বর রুমে চিকিৎসা চলছে।

চকবাজার থানা পুলিশের সূত্র জানিয়েছে, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল আয়োজন করে। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানে এক পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে এবং একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। ক্যান্টিন বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। পরে একটি পক্ষ অস্থায়ী আদালত থেকে রড এনে পাশে রাখে, যা নিয়ে পরিস্থিতি আরও বেগতিক হয়। উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা সবাই আলিয়া মাদ্রাসার ছাত্র এবং তাদের চিকিৎসা চলছে।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আপডেট সময় ০৮:২৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষে আহত সাত ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতদের মধ্যে রয়েছেন—সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। তাদের সবার মাথায় আঘাত লেগেছে এবং চার নম্বর রুমে চিকিৎসা চলছে।

চকবাজার থানা পুলিশের সূত্র জানিয়েছে, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল আয়োজন করে। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানে এক পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে এবং একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। ক্যান্টিন বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। পরে একটি পক্ষ অস্থায়ী আদালত থেকে রড এনে পাশে রাখে, যা নিয়ে পরিস্থিতি আরও বেগতিক হয়। উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা সবাই আলিয়া মাদ্রাসার ছাত্র এবং তাদের চিকিৎসা চলছে।