সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা শাখা এ দোয়ার আয়োজন করে।
দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে নানাভাবে নির্যাতন করেও নিঃশেষ করতে পারেনি; আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন, আগামী রাষ্ট্রগঠনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তার আপোষহীন মনোভাব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাই তাৎক্ষণিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।























