ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে ছাত্রদের জীবন বাঁচানো সেই শিক্ষককে বিশেষ সম্মাননা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

দেশজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী সাম্প্রতিক ভূমিকম্পে এক মানবিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়—আতঙ্কের মুহূর্তে নিজের নিরাপত্তার কথা না ভেবে কোমলমতি ছাত্রদের বাঁচাতে ছুটে যান একজন মাদরাসাশিক্ষক। তার এই বিরল সাহস ও মমত্ববোধের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয়েছে বিশেষ সম্মাননা।

সোমবার (২৪ নভেম্বর) ‘সাধারণ আলেম সমাজ’ সংগঠনটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম-কে এ সম্মাননা স্মারক প্রদান করে। শিক্ষকের কর্মস্থলে উপস্থিত হয়ে সংগঠনের প্রতিনিধিদল তার হাতে স্মারক তুলে দেন। দলের নেতৃত্বে ছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহ; সঙ্গে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এবং ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম।

‘সাধারণ আলেম সমাজ’র আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসান বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে আলেমরা সবসময় মানবিক ভূমিকা পালন করে আসছেন। সেই দায়িত্বশীলতার ধারাবাহিকতায় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা আলেমদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন।

গত শুক্রবার (২১ নভেম্বর) ঘটে যাওয়া দেশের সর্বশেষ বড় ভূমিকম্পের সময় মাদরাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়—শিক্ষক শফিকুল ইসলাম ভূমিকম্প শুরু হতেই রুম থেকে বের না হয়ে দ্রুত দুই ছাত্রকে বিছানা থেকে নামিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তিনি সারা দেশে প্রশংসায় ভেসে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার সাহস, মানবিকতা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা ও দোয়া জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ভূমিকম্পে ছাত্রদের জীবন বাঁচানো সেই শিক্ষককে বিশেষ সম্মাননা

আপডেট সময় ০৯:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

দেশজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী সাম্প্রতিক ভূমিকম্পে এক মানবিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়—আতঙ্কের মুহূর্তে নিজের নিরাপত্তার কথা না ভেবে কোমলমতি ছাত্রদের বাঁচাতে ছুটে যান একজন মাদরাসাশিক্ষক। তার এই বিরল সাহস ও মমত্ববোধের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হয়েছে বিশেষ সম্মাননা।

সোমবার (২৪ নভেম্বর) ‘সাধারণ আলেম সমাজ’ সংগঠনটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম-কে এ সম্মাননা স্মারক প্রদান করে। শিক্ষকের কর্মস্থলে উপস্থিত হয়ে সংগঠনের প্রতিনিধিদল তার হাতে স্মারক তুলে দেন। দলের নেতৃত্বে ছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহ; সঙ্গে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এবং ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম।

‘সাধারণ আলেম সমাজ’র আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসান বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে আলেমরা সবসময় মানবিক ভূমিকা পালন করে আসছেন। সেই দায়িত্বশীলতার ধারাবাহিকতায় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা আলেমদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন।

গত শুক্রবার (২১ নভেম্বর) ঘটে যাওয়া দেশের সর্বশেষ বড় ভূমিকম্পের সময় মাদরাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়—শিক্ষক শফিকুল ইসলাম ভূমিকম্প শুরু হতেই রুম থেকে বের না হয়ে দ্রুত দুই ছাত্রকে বিছানা থেকে নামিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তিনি সারা দেশে প্রশংসায় ভেসে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার সাহস, মানবিকতা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা ও দোয়া জানিয়েছেন।