ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল–ছাত্রদলের দুই কর্মী আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও আলী হোসেনের ছেলে নাসির (২৩)। আনোয়ার স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী এবং নাসির ছাত্রদলের কর্মী। তারা উভয়েই কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, রাতের অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশিতে আনোয়ারের কাছ থেকে একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আটকের পর তাদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাদির বোনকে প্রার্থী করার ঘোষণা, শাহবাগে জুলাই চত্বরে জনসমাবেশ

নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল–ছাত্রদলের দুই কর্মী আটক

আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও আলী হোসেনের ছেলে নাসির (২৩)। আনোয়ার স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী এবং নাসির ছাত্রদলের কর্মী। তারা উভয়েই কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, রাতের অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশিতে আনোয়ারের কাছ থেকে একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আটকের পর তাদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।