ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: নিন্দা জানালেন বিএনপি মহাসচিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

বাউলদের ওপর সাম্প্রতিক হামলাকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বাউলদের উপর সর্বশেষ হামলার ঘটনার পর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির অংশ এই বাউলরা। তাদের ওপর এ হামলা উগ্র ধর্মান্ধদের কাজ বলে আমি মনে করি।”

বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবন উদ্বোধনকালে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরও বলেন, “এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ কারও জন্যই শোভনীয় নয়।”

ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে সারাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদ জানাতে জড়ো হওয়া শিল্পীদের ওপর হামলার ঘটনায় দুই বাউল আহত হয়েছেন বলে জানা যায়।

এ সময় ঢাকার কাকরাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা, ক্ষতিপূরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকেন, তাদের গাফিলতির কারণেই অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: নিন্দা জানালেন বিএনপি মহাসচিব

আপডেট সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বাউলদের ওপর সাম্প্রতিক হামলাকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বাউলদের উপর সর্বশেষ হামলার ঘটনার পর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির অংশ এই বাউলরা। তাদের ওপর এ হামলা উগ্র ধর্মান্ধদের কাজ বলে আমি মনে করি।”

বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবন উদ্বোধনকালে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরও বলেন, “এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ কারও জন্যই শোভনীয় নয়।”

ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে সারাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদ জানাতে জড়ো হওয়া শিল্পীদের ওপর হামলার ঘটনায় দুই বাউল আহত হয়েছেন বলে জানা যায়।

এ সময় ঢাকার কাকরাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা, ক্ষতিপূরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকেন, তাদের গাফিলতির কারণেই অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।