ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন, পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব ও পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপরই মানুষের সফলতা-ব্যর্থতা নির্ভর করে। চরমোনাই মাহফিলের উদ্দেশ্য কোনো দুনিয়াবি লাভ নয়—মানুষকে আল্লাহভীতি, দায়িত্ব ও কর্তব্যের প্রতি সতর্ক করা এবং আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করাই এর মূল লক্ষ্য।

বুধবার জোহরের নামাজের পর তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এ কথা বলেন।

পীর সাহেব বলেন, দুনিয়ার মোহ–লোভই অন্যায়ের মূল কারণ। তাই যারা প্রথমবার মাহফিলে এসেছেন তাদের দুনিয়ার চিন্তা-ভাবনা বাদ দিয়ে আখেরাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বড়ত্ব, অহংকার ও ‘আমি’ ভাব ত্যাগ করে আল্লাহর নির্দেশিত পথে নিজেকে বিলীন করাই প্রকৃত সফলতা বলে উল্লেখ করেন তিনি। জিকিরের মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লাহর ওলী হয়ে বিদায় নেওয়ার তাগিদ দেন তিনি।

রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই প্রকৃত মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন পীর সাহেব চরমোনাই। উদ্বোধনী বয়ান শেষে তিনি মাহফিলের নিয়ম-কানুন তুলে ধরেন।

এদিকে মাহফিল কেন্দ্রিক বিশাল আয়োজনও তুলে ধরা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে কয়েক হাজার হালকায় বিভক্ত করে সালাত ও ইসলামের মৌলিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থায়ী ১০০ শয্যার মাহফিল হাসপাতালে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৪০ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। মাঠজুড়ে রয়েছে ১০টি অ্যাম্বুল্যান্স ও ২টি নৌ–অ্যাম্বুল্যান্স, সঙ্গে বিশেষ স্বেচ্ছাসেবক দল দ্রুত রোগী পৌঁছানোর কাজে নিয়োজিত।

দুইটি বড় মাঠে শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক বাহিনী এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির নিরাপত্তা টিম দায়িত্ব পালন করছে। হারানো ব্যক্তিবর্গ বা সামগ্রী খুঁজে পেতে প্রতিটি মাঠে রাখা হয়েছে হারানো-প্রাপ্তি ক্যাম্প।

আগামী ২৯ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে পীর সাহেব চরমোনাইয়ের আখেরি বয়ানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই মহাসমাবেশের সমাপ্তি হবে।

জনপ্রিয় সংবাদ

দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর

আপডেট সময় ০৬:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন, পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব ও পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপরই মানুষের সফলতা-ব্যর্থতা নির্ভর করে। চরমোনাই মাহফিলের উদ্দেশ্য কোনো দুনিয়াবি লাভ নয়—মানুষকে আল্লাহভীতি, দায়িত্ব ও কর্তব্যের প্রতি সতর্ক করা এবং আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করাই এর মূল লক্ষ্য।

বুধবার জোহরের নামাজের পর তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এ কথা বলেন।

পীর সাহেব বলেন, দুনিয়ার মোহ–লোভই অন্যায়ের মূল কারণ। তাই যারা প্রথমবার মাহফিলে এসেছেন তাদের দুনিয়ার চিন্তা-ভাবনা বাদ দিয়ে আখেরাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বড়ত্ব, অহংকার ও ‘আমি’ ভাব ত্যাগ করে আল্লাহর নির্দেশিত পথে নিজেকে বিলীন করাই প্রকৃত সফলতা বলে উল্লেখ করেন তিনি। জিকিরের মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লাহর ওলী হয়ে বিদায় নেওয়ার তাগিদ দেন তিনি।

রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই প্রকৃত মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন পীর সাহেব চরমোনাই। উদ্বোধনী বয়ান শেষে তিনি মাহফিলের নিয়ম-কানুন তুলে ধরেন।

এদিকে মাহফিল কেন্দ্রিক বিশাল আয়োজনও তুলে ধরা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে কয়েক হাজার হালকায় বিভক্ত করে সালাত ও ইসলামের মৌলিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থায়ী ১০০ শয্যার মাহফিল হাসপাতালে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৪০ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। মাঠজুড়ে রয়েছে ১০টি অ্যাম্বুল্যান্স ও ২টি নৌ–অ্যাম্বুল্যান্স, সঙ্গে বিশেষ স্বেচ্ছাসেবক দল দ্রুত রোগী পৌঁছানোর কাজে নিয়োজিত।

দুইটি বড় মাঠে শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক বাহিনী এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির নিরাপত্তা টিম দায়িত্ব পালন করছে। হারানো ব্যক্তিবর্গ বা সামগ্রী খুঁজে পেতে প্রতিটি মাঠে রাখা হয়েছে হারানো-প্রাপ্তি ক্যাম্প।

আগামী ২৯ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে পীর সাহেব চরমোনাইয়ের আখেরি বয়ানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই মহাসমাবেশের সমাপ্তি হবে।