আল্লাহ ও ধর্মীয় বিষয় নিয়ে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি বলেন, কিছু ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন কথাবার্তার কারণে পুরো শিল্পীসমাজকে লজ্জায় পড়তে হয়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সালমা বলেন, “যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন—কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় আমরা নেব না।”
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, “প্রভুকে নিয়ে টানাটানি করবেন না। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে—এটা কেউ সহ্য করবে না। মা–বাবাকে গালি দিলে সহ্য করা যায় না, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কিছু বলা হলে তাঁর বান্দারা তো নিশ্চুপ থাকবে না।”
সালমা বলেন, “আপনাকে কেউ অনুমতি দেয়নি যে সৃষ্টিকর্তা বা নবীকে অপমান করবেন। পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করার ক্ষমতা কেউ আপনাকে দেয়নি। আপনার জন্য এই কলঙ্ক আমরা নেব না।”
বাউল ঐতিহ্যের নৈতিকতা ও সাধকের চরিত্র ব্যাখ্যা করে তিনি বলেন, “একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না, কাউকে অপমান করতে পারে না। বাউল হিসেবে যার কোনো লোভ-চাওয়া-পাওয়া নেই, সে কেন মানুষের মনে আঘাত দেবে?”
আবুল সারকারের বক্তব্য যে ইচ্ছাকৃত ছিল, তা উল্লেখ করে সালমা বলেন, “ভিডিওটা দেখে মনে হয়নি তাঁর মুখ ফসকে কথা বের হয়ে গেছে। বরং তিনি নির্দ্বিধায় বলছিলেন—মনে হয়েছে যেন আল্লাহর সাথে কৌতুক করছেন। এটা কি কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না।”
ধর্মীয় মূল্যবোধে আঘাতকারী বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।




















