ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ দিনে রেকর্ড ১ কোটি ৩৯ লাখ ওমরাহ—সৌদি আরবে বিদেশি হাজির সংখ্যা ১৭ লাখ ছাড়াল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীরা ৩০ দিনে মোট ১ কোটি ৩৯ লাখেরও বেশি ওমরাহ আদায় করেছেন। ১৪৪৭ হিজরি বর্ষের জমাদিউল আউয়াল মাসে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমরা এ ইবাদত সম্পন্ন করেন। এর আগের মাস রবিউস সানিতে ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখেরও বেশি।

হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির সহযোগিতায় এই পরিসংখ্যান প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জমাদিউল আউয়াল মাসে ১৭ লাখের বেশি বিদেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। উন্নত ডিজিটাল সেবা, সমন্বিত লজিস্টিক সুবিধা ও আধুনিক ব্যবস্থাপনা তাদের আগমন ও ওমরাহ সম্পন্নের প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করেছে।

ওমরাহযাত্রীদের এই ধারাবাহিক বৃদ্ধি দেশটির হজ, ওমরাহ ও জিয়ারত কার্যক্রম আরও উন্নত করার প্রচেষ্টার বাস্তব প্রমাণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুসলিম বিশ্বের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোর পথ সহজ করতে নেয়া উদ্যোগগুলো ইতোমধ্যেই প্রত্যাশিত ফল দিচ্ছে।

সূত্র: সৌদি গেজেট

জনপ্রিয় সংবাদ

৩০ দিনে রেকর্ড ১ কোটি ৩৯ লাখ ওমরাহ—সৌদি আরবে বিদেশি হাজির সংখ্যা ১৭ লাখ ছাড়াল

আপডেট সময় ০৪:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীরা ৩০ দিনে মোট ১ কোটি ৩৯ লাখেরও বেশি ওমরাহ আদায় করেছেন। ১৪৪৭ হিজরি বর্ষের জমাদিউল আউয়াল মাসে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমরা এ ইবাদত সম্পন্ন করেন। এর আগের মাস রবিউস সানিতে ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখেরও বেশি।

হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির সহযোগিতায় এই পরিসংখ্যান প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জমাদিউল আউয়াল মাসে ১৭ লাখের বেশি বিদেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। উন্নত ডিজিটাল সেবা, সমন্বিত লজিস্টিক সুবিধা ও আধুনিক ব্যবস্থাপনা তাদের আগমন ও ওমরাহ সম্পন্নের প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করেছে।

ওমরাহযাত্রীদের এই ধারাবাহিক বৃদ্ধি দেশটির হজ, ওমরাহ ও জিয়ারত কার্যক্রম আরও উন্নত করার প্রচেষ্টার বাস্তব প্রমাণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুসলিম বিশ্বের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোর পথ সহজ করতে নেয়া উদ্যোগগুলো ইতোমধ্যেই প্রত্যাশিত ফল দিচ্ছে।

সূত্র: সৌদি গেজেট